VDP, Medinipur, মেদিনীপুরে শুরু হলো “ভেন্ডার ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৪”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে শুরু হচ্ছে চারদিনের “Vendor Development Programme 2024” (ভেন্ডার ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৪)। যাকে ঘিরে উৎসাহ ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ীদের। মোট ৪৫টি স্টল রয়েছে এই মেলায়। এছাড়াও থাকছে প্রতিদিন মনোরঞ্জন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। শহর ও জেলার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করতে এবং সেই সঙ্গে মেলায় ব্যবসা দেখানোর লক্ষ্যেই এই মেলা।

প্রতি বছরের মতো এ বছরও ভেন্ডার ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। উদ্যোক্তা এবং আয়োজনে ব্রাঞ্চ এমএসএমই ডেভলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলেশন অফিস দুর্গাপুর। সেই সঙ্গে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং দ্য বেঙ্গল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাথে কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবছর চতুর্থ তম বর্ষে পদার্পণ করলো এই ট্রেড ফেয়ার। এই মেলায় থাকছে ছোট বড় মিলিয়ে প্রায় ৪৫টি রকমারি স্টল।আগামী ১১, ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর মোট চার দিন ধরে চলবে এই মেলা ও অনুষ্ঠান।প্রতিদিন সন্ধেয় থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা ঘিরে উৎসাহী মেদিনীপুরের ছোট বড় ব্যবসায়ীরা। এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে যাবতীয় তথ্য তুলে ধরলেন উদ্যোক্তারা।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন DCCI- এর সভাপতি Dr. ত্রিনাথ চ্যাটার্জি, DCCI-এর সহ সভাপতি রামমোহন ব্যানার্জি, অরিজিৎ দে, রাজশ্রী মাঝি, তাপস রায়।পাশাপাশি ছিলেন চন্দন রায়, অসীম কাইতি, এডি বর্মন সহ অন্যান্যরা। এই মেলায় এ বছর নতুন ধরনের স্টল থাকছে বলেই জানালেন উদ্যোক্তারা।

এই বিষয়ে DCCI এর সভাপতি ত্রিনাথ চ্যাটার্জি বলেন, “ছোট ছোট এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ছোট ছোট ক্রাঞ্চ থেকে উঠে আসতে পারে সেই সঙ্গে তারা সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারে এই লক্ষ্যেই এই ধরনের মেলার আয়োজন। সেই সঙ্গে এই রাজ্য এবং ভারতবর্ষে শিল্পের শ্রী বৃদ্ধির কামনায় এই মেলার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *