সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জুলাই: টানা বর্ষণে সবজি চাষে ব্যাপক ক্ষতি। অধিক বর্ষণে মাটির নীচের তো বটেই মাচার সবজিও নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে হু হু করে বাড়ছে সবজির দাম, যা আমজনতার নাগালের বাইরে। মূলো, বেগুন, বরবটি, ঝিঙে, পটল, ঢেঁড়শ- এর যোগান তলানিতে। সেই সুযোগে মুনাফা লুঠতে নেমে পড়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী, এমনই অভিযোগ সাধারণ মানুষের। এনিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগও জমা পড়েছে।লালবাজার, চকবাজার, মাচানতলা, কৃষক বাজার রামপুর, দোলতলা শহরের সব বাজারে মূলো, বেগুন থেকে শুরু করে সব সবজির দাম একশো টাকার কাছাকাছি। ঝিঁঙে ৮০/৯০ টাকা, বেগুন ১০০ টাকা, পটল ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা।
সবজির এই আকাশ ছোঁয়া দামের অভিযোগ পেয়ে আজ উদ্যান পালন বিভাগ, কৃষি বিপণন আধিকারিক ও পুলিশকে সঙ্গে নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত আজ কৃষক বাজার, মাচানতলা বাজার পরিদর্শন করেন।অভিযোগ যাচাই করতে গিয়ে তিনি দেখেন, পাইকারি বাজারের দাম থেকে অনেক বেশি দাম হাঁকছেন খুচরো সবজি বিক্রেতারা। তিনি বলেন, অধিক বর্ষণে সবজির ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এভাবে এত বেশি দামে বিক্রি ঠিক নয়। তিনি বিক্রেতাদের উচিত মূল্যে বিক্রি করার পরামর্শ দেন। না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।