আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট:
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক, ভোগপুর, রঘুনাথপুর সহ বেশ কয়েকটি এলাকা একটানা বৃষ্টির জলে প্লাবিত হয়েছে। এলাকার রাস্তাঘাট এবং ধান ও সবজি ক্ষেত জলে ডুবে রয়েছেl ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারাl
প্লাবিত এলাকার সাধারণ মানুষজনের অভিযোগ, এরকম বন্যা পরিস্থিতিতে তাদের প্রতি বছরই ভুগতে হয় অথচ প্লাবন নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নিl ভোগপুর, রঘুনাথপুর ও বালিচকের রেললাইনের পার্শ্ববর্তী এলাকার জমে যাওয়া বৃষ্টির জল নিকাশির ব্যবস্থা না করায় এলাকার বাসিন্দারা এ জন্য রেলকে দায়ী করেছেনl

ডেবরার আই এন টি ইউ সি নেতা দিলীপ পাত্র অভিযোগ করে বলেন, এখানে বালিচক উন্নয়ন কমিটি বলে একটি কমিটি থাকলেও তারা এলাকা সম্বন্ধে কিছুই খোঁজ খবর রাখে নাl ফলে বছরের পর বছর এলাকার মানুষকে এভাবে প্লাবনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্লাবিত এলাকা পরিদর্শনের পর ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মূড়া বলেন, ব্লকের প্লাবিত এলাকাগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছেl প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেl সরকারি নিয়ম অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবেন।

