জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর: টানা বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলার বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে টানা নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা। জেলার রাজপুর সোনারপুর পুরসভা ও বারুইপুর পুরসভা এলাকার অবস্থা অত্যন্ত খারাপ। প্রায় সমস্ত ওয়ার্ডই জলের তলায়। এই পরিস্থিতিতে জলবন্দি অবস্থায় নরক যন্ত্রণার শিকার স্থানীয় মানুষজন।

আবহাওয়া দফতরের পূর্বাভাষ মতোই রবিবার রাত থেকে ভারি বৃষ্টি শুরু হয় দক্ষিণ ২৪ পরগণা জেলাজুড়ে। আবহাওয়া দফতরের সতর্ক বার্তা পেয়ে একদিকে যেমন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, তেমনি যারা গিয়েছেন সমুদ্রে তাঁদেরকেও ফিরে আসার বার্তা দিয়েছে প্রশাসন।

তবে রবিবার সারা রাত ও সোমবার দিনভর বৃষ্টির কারণে দক্ষিণ ২৪ পরগনার শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্রই কার্যত জলে ডুবে রয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৩, ৪, ৫, ১৩, ১৪, ২১, ২২, ২৯, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ড জলমগ্ন। মানুষের বাড়িতে জল ঢুকে পড়েছে। রাস্তাঘাটে কোথাও এক কোমর তো কোথাও এক হাঁটু জল জমে রয়েছে। একই অবস্থা বারুইপুর পুরসভার ১, ২, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডের।

অন্যদিকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর, কাকদ্বীপ হাসপাতাল চত্বর জলের তলায়। ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকায় জলবন্দি অবস্থায় রয়েছেন মানুষজন। চাষের জমি, সবজি ক্ষেত নতুন করে জলে ডুবেছে। প্রশাসনের তরফে কোথাও কোথাও পাম্প চালিয়ে জল নিকাশির চেষ্টা করা হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত তেমন কোনও সুরাহা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *