আমাদের ভারত, ২৪ অক্টোবর :
ম্যান অফ দ্য ম্যাচ কে হবে বাছাই করা কঠিন ছিল। লড়াইটা ছিল সুনীল নারিন ও নীতিশ রানার মধ্যে। কিন্তু বল হাতে স্পিনের ভেলকি দেখাতে শুরু করে বরুন চক্রবর্তী (২০ রান দিয়ে ৫ উইকেট)। ফলে ম্যান অফ দ্য ম্যাচের সম্মান ছিনিয়ে নেন তিনি। ৫৯ রানে নাইট রাইডার্সের কাছে হেরে যায় শ্রেয়স আয়ারের দিল্লি ক্যাপিট্যালস।
খাতায় কলমে হট ফেভারিট ছিল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালস। শনিবার টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি। উইকেটে সানান্য ঘাস থাকায় পিচের সুবিধা পায় দিল্লি। দ্বিতীয় ওভারেই শুভমান গিলের উইকেট পড়ে যাওয়ায় চাপ শুরু হয় কে কে আরের।এর পর রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিকের উইকেট পড়ে যাওয়ায় মাথায় হাত পড়ে যায় কেকেআর কোচের। কিন্তু ম্যাচে ফিরে পালটা আক্রমণ শুরু করে সুনীল নারিন। অশ্বিনকে ছয় মেরে ইনিংস শুরু করে।হাত খোলে নীতিশ রানাও।চতুর্থ উইকেটে ১১৫ রানের গড়ে কেকে আরকে ম্যাচে ফেরায়।
চারটে ছয় ও ছটা চারের সাহায্যে নারিন ৩২ বলে ৬৪ রান করে ফিরে যাওয়ার পরে নীতিশ রানা চালিয়ে খেলতে থাকে। ৫৩ বলে ৮১ রান করেন নীতিশ। মরগ্যান ৯ বলে দুটো চার ও একটা ছয়ের সাহায্যে ১৭ রান করে। কেকেআর পৌঁছে যায় নির্ধারিত ২০ ওভারে ১৯৪/৬ রানে।
প্রথম বলেই রাহানেকে ফিরিয়ে দিয়ে দিল্লিকে চাপে ফেলে দেয় কামিন্স। নিজের দ্বিতীয় ওভারে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করা শিখর ধাওয়ানকেও তুলে নেন তিনি। ১৩ রানে ২ উইকেট খুইয়ে চাপ বেড়ে যায় দিল্লির। তৃতীয় উইকেটে অবশ্য ম্যাচ ধরার চেষ্টা করে শ্রেয়স আয়ার এবং ঋষভ পন্থ। ৬৩ রানের পার্টনারশিপ গড়ে তারা। শ্রেয়স আর ঋষভের হাত ধরে যখন ম্যাচে ফেরার চেষ্টা করছে দিল্লি সেই সময় বরুনের হাতে বল তুলে দেয় মরগ্যান। শুরু হয় বরুনের ভেলকি। চার ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে পাঁচ উইকেটে তুলে নেয় বরুন। শ্রেয়স আয়ার (৪৭), ঋষভ পন্থ (২৭) জটিও বরুনের শিকার। আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। ২০ ওভারে ১৩৫/৯ উইকেটে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। ৫৯ রানে জিতে যায় মর্গানের কলকাতা নাইট রাইডার্স।