পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন্যপ্রাণী হাতি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার খড়গপুর বনবিভাগের ডিএফও শিবানন্দ রামের নেতৃত্বে দিনভর নানা ধরনের কর্মসূচি পালন করল খড়্গপুর বন বিভাগ। খড়্গপুর বন বিভাগের অন্তর্গত মোট ৬টি রেঞ্জের অধীন ৩০টি বিটের একাধিক জায়গায় হলো সাইকেল র্যালি থেকে শুরু করে পথ নাটিকা।
জানা গিয়েছে, বিশ্ব হাতি দিবস উপলক্ষে খড়্গপুর বন বিভাগের অন্তর্গত নয়াগ্ৰাম রেঞ্জের খড়িকামাথানী থেকে ধুমসাই পর্যন্ত হয় সাইকেল র্যালি। র্যালিতে অংশ নেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। পাশাপাশি তিনটি জায়গায় হয় বসে আঁকো প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীদের হাতে ট্রফিও তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় হাতি নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে খড়্গপুর বন বিভাগের পক্ষ থেকে।
এছাড়াও বিভিন্ন ফরেস্ট কমিটির পক্ষ থেকে হাতি ড্রাইভ করার জন্য লাইট দেওয়া হয়েছে। এবং বেলদা রেঞ্জ এর অধীন এলাকায় পথ নাটিকার মাধ্যমে মানুষকে হাতি সম্পর্কে সচেতন করা হয়। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং বন দফতরের কর্মীরা বেলদা রেঞ্জের মোট
৭টি জায়গায় পথ নাটিকা পরিবেশন করেন।পথ নাটিকাতে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় বন্য প্রাণী হিসাবে হাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা। সঙ্গে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয় তুলে ধরা হয় নাটকের মাধ্যমে।