আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মে:
করোনা সংকটকালে গরিব ছাত্র-ছাত্রীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক শ্যামল মন্ডল বলেন, এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীই গরিব পরিবারের। লকডাউনের জন্য সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আজ এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
এদিনই গড়বেতা ২ নং ব্লকের ৭নং আমলাশুলি অঞ্চলে সেখানকার বিধায়কের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টার চালু করে এলাকার গরিব দুস্থ মানুষদের দুপুরের খাবার খাওয়ানো হয়l লকডাউনে ১২ দিন ধরে চালু থাকবে এই কমিউনিটি কিচেন সেন্টার।
অন্যদিকে, এদিন গড়বেতা ২নং ব্লকের ৭নং আমলাশুলি অঞ্চলে বিজেপি ছেড়ে প্রায় পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের সান্মানিক প্রদান করেছেন জমা দিয়েছেন ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেবাব্রত ঘোষl