মাতৃভাষা দিবসে কলকাতায় আয়োজন বিভিন্ন অনুষ্ঠানের

আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওইদিন ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।

তিন দিন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। মঙ্গলবার আকাদেমি সভাঘরে বিকেলে ‘বিদ্যাসাগর স্মারক বক্তৃতা’ দেবেন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যয়। বিষয়— ভাষা ও রাষ্ট্র। থাকবে বিভিন্ন ভাষার গান।

বুধবার সুভাষ মুখোপাধ্যায় স্মরণ অনুষ্ঠানের আলোচক থাকবেন কবি সুবোধ সরকার। থাকবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাপাঠ। বৃহস্পতিবার
জীবনানন্দ দাশ স্মরণে আলোচক থাকবেন গৌতম মিত্র। থাকবে জীবনানন্দের কবিতাপাঠ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এই আয়োজনে প্রতিদিনের সভামুখ্য উচ্চশিক্ষা ও বিদ্যালয় বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু।

কলকাতার সর্বভারতী বাংলা ভাষামঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং নিউ ইয়র্কের
‘একুশে চেতনা পরিষদ’-এর আয়োজনে বুধবার দুপুর ১টা-৩টে যাদবপুরে বুদ্ধদেব বসু সভাঘরে হবে আলোচনা। বিষয়— ‘ভাষা আগ্রাসন ও ভারতীয় উপ-মহাদেশে বাংলা ভাষার ভবিষ্যৎ’। স্বাগত ভাষণ দেবেন অধ্যাপক জয়দীপ ঘোষ, সূচক-ভাষণ অধ্যাপক পল্লব সেনগুপ্ত। সঞ্চালক অধ্যাপক ছন্দম চক্রবর্তী। আলোচনায় থাকবেন ওবায়েদুল্লাহ মামুন, নীতীশ বিশ্বাস ও অধ্যাপক বরেন্দু মণ্ডল।

বিপ্লবতীর্থ চট্টগ্রাম স্মৃতিসংস্থার প্রতিষ্ঠা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘বাংলা প্রবন্ধ ও হস্তাক্ষর প্রতিযোগিতা’র শংসাপত্র ও পুরস্কার বিতরণ হবে মঙ্গলবার বিকালে দক্ষিণ কলকাতায়, শহিদ সূর্য সেন ভবনে। প্রতিযোগিতায় বিভাগ ‘ক’- অষ্টমশ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিষয় ছিল ‘বাংলা আমার মায়ের ভাষা”। বিভাগ ‘খ’- নবম ও দশম পড়ুয়াদের বিষয় ছিল “আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভে বাংলা ভাষা”। মঙ্গলবার আলোচনায় থাকবেন শিক্ষাব্রতী ডঃ পরিমল ভট্টাচার্য এবং স্মৃতিসংস্থার সভানেত্রী লীলা পুরকায়স্থ।

মঙ্গলবার সন্ধ্যায় গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির আয়োজন করছে আন্তর্জাতিক ভাষা দিবসের আলোচনা। অংশ নেবেন অধ্যাপক অমিত দে ও সাংবাদিক অশোক সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *