আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুলাই: দু’দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ভুটান সহ উত্তরবঙ্গের সমতলের জেলা গুলিতে। এরফলে ভুটান সংলগ্ন ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়িতে হড়পা বান দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। জলপাইগুড়ি শহরেও বিভিন্ন এলাকা জলমগ্ন।
দু’দিনের টানা বৃষ্টিতে জল বেড়েছে ডুয়ার্সের নদীগুলিতে। জলপাইগুড়ি শহরের করলা ও তিস্তা নদীর জলস্তরও বেড়েছে। ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়িতে হড়পা বানে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। বানারহাটের হঠাৎ কলোনি এলাকায় জল দাঁড়িয়ে যায়। অন্যদিকে বিন্নাগুড়ি এস এম কলোনি, নেতাজী পাড়া এবং গয়েরকাটার চানাডিপা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয় হাতিনালার জলে।
জেলার প্রতিটি নদী কানায় কানায় ভর্তি। কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করেছে বিশেষ করে নিচু এলাকায়। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই একই অবস্থা।

১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। নাগরাকাটা ব্লকের মনমোহনধুরা এলাকায় রাস্তার উপর দিয়ে জল বইছে। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে এবং সবরকম প্রস্তুতি রয়েছে প্রশাসনের।

এদিকে ধূপগুড়ি পুরসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির জল দাঁড়িয়ে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোঁসাইহাট ফরেষ্ট বস্তি ও খুকলুং বস্তি যাওয়ার রাস্তায় ব্রিজের অ্যাপ্রোচ রোড জলের তোড়ে ভেসে গিয়েছে, চলাচল বন্ধ। উদ্ধারের কাজ চলছে।

