জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ আগস্ট: দু’দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে দাঁতন ও নারায়ণগড় ব্লকের বেশ কিছু এলাকা। নদী ও খালের জল হু হু করে ঢুকে পড়ছে বসতি এলাকায়। এর ফলে রাস্তাঘাট ডুবে গেছে বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। খাকুড়দার বিখ্যাত হাটের চালাগুলিও বর্ষণ ও খালের জল ঢুকে পড়ায় জলে ডুবে গিয়েছে। জল থৈ থৈ অবস্থায় ভেঙ্গো পড়েছে অধিকাংশ দোকানের চালা। দেখা গেছে, বেশ কিছু এলাকায় রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া জলে চলছে গাড়ি ধোয়ার কাজ।