Suvendu, BJP, Makar Sankranti, মকর সংক্রান্তিতে বিজেপি-র স্থানীয় স্তরে নানা কার্যক্রম, জঙ্গলমহলে শুভেন্দু

আমাদের ভারত, ১৪ জানুয়ারি: বুধবার মকর সংক্রান্তির পূণ্য অবসরে বিজেপি নেতৃত্ব স্থানীয় স্তরে নানাবিধ জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন। জঙ্গলমহলে মানুষদের সঙ্গে যোগদান করতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জঙ্গলমহলের অন্যতম বড় উৎসব এই মকর সংক্রান্তি। ঝাড়গ্রামের মানিকপাড়া, টুলিবর সহ নানা অঞ্চলে তিনি মানুষের সঙ্গে উদযাপন করলেন দিনটি। গ্রামের মানুষদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজন থেকে পিঠে পুলি সবই তিনি ভাগ করে খেলেন।

পাশাপাশি গঙ্গাসাগর, বীরভূমের বিখ্যাত জয়দেবের কেন্দুলি মেলায় স্থানীয় স্তরে বিজেপি কর্মীরা সেবা কেন্দ্র ও সহায়তা কেন্দ্র খুলে পুণ্যার্থীদের সাহায্য করেন।

এদিন সকালে এক্সবার্তায় সুকান্ত মজুমদার লিখেছেন, “টুসু পরব-এর পবিত্র দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লোকসংস্কৃতি, কৃষিজীবন ও আনন্দ-উৎসবের এই মহামিলনে সবার জীবনে আসুক সমৃদ্ধি, সুখ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *