Suvendu, Vande Mataram, “’বন্দে মাতরম’ আমাদের জাতীয় চেতনার স্পন্দিত হৃদস্পন্দন,” শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ৭ নভেম্বর: “দূরদর্শী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ কেবল সুরের সীমাই অতিক্রম করে না; এটি আমাদের জাতীয় চেতনার স্পন্দিত হৃদস্পন্দন, আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটি ধ্বনিত ঘোষণা এবং আমাদের পবিত্র স্বাধীনতা সংগ্রামকে প্রজ্জ্বলিত করে এমন অদম্য শিখা।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “আমাদের অমর জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম গৌরবময় বছর পূর্তির এই স্মরণীয় উপলক্ষে, ভারত মাতার প্রতি চিরন্তন প্রণাম। আমি ভারতের প্রতিটি সহ-নাগরিককে আমার গভীর, আন্তরিক শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী শ্রদ্ধাঞ্জলি জানাই।

প্রতিটি শব্দাংশে দেশপ্রেমের উচ্ছ্বাস, জাতীয় পরিচয়ের অটুট বন্ধন এবং আমাদের ঐশ্বরিক মাতৃভূমি ভারত মাতার প্রতি বিজয়ী স্তব প্রতিধ্বনিত হয়। আসুন আমরা তাঁর গৌরব, ঐক্য এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য আমাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *