সেরামকে ড্রাগ কন্ট্রোলারের নোটিশ ! ভারতেও বন্ধ হলো করোনার ভ্যাক্সিনের ট্রায়াল

আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর : ভ্যাক্সিন নেওয়ার পরই পার্শ্ব প্রতিক্রিয়ায় এক অজানা অসুখের শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক। আর সেই জন্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাক্সিন ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। যদিও ভ্যাক্সিন পরীক্ষা-নিরীক্ষায় এই ঘটনা স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনে ট্রায়াল বন্ধ হলেও কেন ভারতে সেরাম ট্রায়াল বন্ধ করেনি তা জানতে চেয়ে নোটিশ পাঠায় ড্রাগ কন্ট্রোলার। এরপরই সেরাম বিবৃতি দিয়ে জানিয়ে দেয় ভারতেও ভ্যাক্সিন ট্রায়াল স্থগিত করা হল।

করোনাকে নিশ্চিহ্ন করতে প্রয়োজন ভ্যাক্সিন। আর ভ্যাক্সিন তৈরীর দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগ। প্রথম থেকে সব ঠিকঠাক চললেও তৃতীয় পর্যায় এসে থমকে গেছে সেই কাজ।

ভ্যাকসিন নেওয়া এক স্বেচ্ছাসেবক অজানা এক অসুখে আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অসুস্থ হয়ে পড়ার কারণে ব্রিটেনে ভ্যাক্সিন পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্ট্রোজেনেকা। এবার তার প্রভাব পরল এদেশেও। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকা পরীক্ষামূলক প্রয়োগ হওয়ার কথা ছিল। ব্রিটেনের এই ঘটনার উল্লেখ করে সেরামকে নোটিশ পাঠায় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সেখানে জানতে চাওয়া হয় ব্রিটেনে যেখানে নিরাপত্তাজনিত কারণে পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কেন ভারতে তা চালু থাকবে? যতক্ষণ না রোগী সুরক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যায় ততক্ষণ কেন সেরাম পরীক্ষামূলক প্রয়োগের প্রশ্নেছাড়পত্র দেওয়া হবে? প্রশ্নের উত্তরে সেরাম বিবৃতি দিয়ে জানিয়েছে সংস্থা সরকারের সমস্ত নিয়ম মেনে চলতে বাধ্য।”

ভারতের মাটিতে তৈরি হতে চলা ভ্যাক্সিনের নাম দেওয়া হয়েছে কোভিশিল্ড। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতিতে এদেশের মাটিতেই ভ্যাকসিনের দ্বিতীয় তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছিল সেরাম। দেশের কিন্তু আপাতত তা বন্ধ করে দেওয়া হল।

পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়তেই সাময়িকভাবে টিকা ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন গবেষকরা। তবে বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ভ্যাক্সিন কিংবা ওষুধের ট্রায়ালে এমন হয়ে থাকে এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশ্বের অন্যান্য জায়গার মতো ভারতেও ট্রায়ালের অনুমতি পেয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা। ব্রিটেনের মত ভারতেও তাই আপাতত স্থগিত রাখা হচ্ছে ট্রায়াল।
তবে কি ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে সেই স্বেচ্ছাসেবকে এটা এখনো পর্যন্ত জানাননি গবেষকরা। পার্শ্ব প্রতিক্রিয়ার পর্যালোচনার পর আবার শুরু হবে ট্রায়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *