পুরুলিয়ার হাডকো কমপ্লেক্সে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণে বিশৃঙ্খলা, চরম অবস্থা

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: কোভিড ভ্যাকসিন টিকাকরণ কেন্দ্রগুলিতে চরম অব্যবস্থার অভিযোগ উঠল পুরুলিয়ায়। আজ পুরুলিয়া শহরের হাডকো কমপ্লেক্সে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার মানুষের ঠাসা ভিড় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে সামাজিক দূরত্ব বিধি না মানার দৃশ্য দেখা গিয়েছে। ভিড়ে ঠাসা স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষের মধ্যেই বচসার জেরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে স্থানীয় ভাবে জানা গিয়েছে।

পুরুলিয়া পুরসভার স্বাস্থ্য বিভাগ পরিচালিত ওই স্বাস্থ্য কেন্দ্রে গতকাল থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নেওয়ার জন্য কেউ কেউ ভোর রাত থেকেই লাইন দিয়েছিলেন। বেলা বাড়তেই হাজার হাজার মানুষের হঠাৎ উপস্থিতি পরিস্থিতি বেসামাল হয়ে উঠে। হুড়োহুড়ি পড়ে যায় লাইন। পুলিশ প্রশাসন বা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মানুষের লাইন নিয়ন্ত্রণে নেওয়া হয় না কোনও উদ্যোগ বলে অভিযোগ সাধারণ মানুষের। আর তাই কোভিড ভ্যাকসিন নিতে এসে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। মানুষের ঠাসা ভিড় নিয়ন্ত্রণ করতে আজ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয় হাডকো কমপ্লেক্স পৌর স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রে চরম অব্যবস্থা থাকায় ভ্যাকসিন নিতে এসে হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

আজকের তিক্ত অভিজ্ঞতা অস্বস্তি বাড়িয়েছে পুরুলিয়া পুর স্বাস্থ্য বিভাগের। তাই রাতারাতি পুরুলিয়া
এমএসএ ইনডোর স্টেডিয়ামে টিকরণের ব্যবস্থা গ্রহণ করল পুর স্বাস্থ্য বিভাগ। সেখানেই ৪০০ জন করে প্রতি দিন শনিবার থেকে টিকা দেওয়া হবে বলে জানান পুর স্বাস্থ্য আধিকারিক সুমিত বক্সী।

প্রসঙ্গত, পুরুলিয়া জেলার তিন পৌরসভা এলাকায় শুরু হয় ১৮ বছরের ঊর্দ্ধে কোভিড ভ্যাকসিন টিকাকরণ প্রক্রিয়া। আর তাই ভোর রাত থেকে পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ভোর রাত থেকেই কোনওরকম স্বাস্থ্যবিধি না মেনেই লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *