আমাদের ভারত, ৭ অক্টোবর: বীরভূমে শিল্প দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি করল ইউটিইউসি। এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেওয়া হয়েছে।
ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ সোমবার মুখ্যমন্ত্রীকে লিখেছেন, “আপনার প্রয়োজনীয় হস্তক্ষেপের জন্য নিম্নোক্ত ভয়ঙ্কর ঘটনাটি আপনার জ্ঞাতার্থে তুলে ধরছি। বীরভূমে আজ সকালে শিল্প দুর্ঘটনায় প্রাণ গেল সাত জন শ্রমিকের। ঘটনাস্থল গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লি: কোলিয়ারি। কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়, যার জেরে এই দুর্ঘটনা।
রাজ্যের শ্রম পরিস্থিতির অবস্থা কতটা উদ্বেগজনক তা উপরিউক্ত দুর্ঘটনার বিবরণ থেকে আপনি অনুভব করতে পারবেন। বেআইনি কয়লাখনি খনন অবাধে চলছে। শিল্পায়ণের নামে এসবই বেসরকারি মাফিয়া পুঁজির পরিকল্পিত পদক্ষেপ। প্রশাসনের সাহায্য না থাকলে এই ধরণের বেআইনি কাজ চলতে পারে না।
পরিস্থিতির গুরুত্ব অনুভব করে আশা করছি আপনার সরকার যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। যাদের মদতে রাজ্যব্যাপী বেআইনি কয়লা খনির খনন চলছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নিহত ও আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।”
প্রসঙ্গত, ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙ্গতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাত জন শ্রমিক। স্থানীয়রা বলছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। আর সব দিন দু’টি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু সোমবার সেই পরিমাণ বিস্ফোরকই একটি ট্রাকে করেই আনা হয়েছিল। আর তাতেই ওভারলোডিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তাঁরা।