সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ মে: লকডাউনে পেটের ভাত জুটছে ঠিকই পুরুলিয়ার বিভিন্ন গ্রামের চিত্রকর পরিবারগুলির। কিন্তু শিশুদের পুষ্টি ও রকমারি খাবার নিয়ে কেউই নজর দেননি। সেই বিষয়টি খেয়াল করে স্বেচ্ছায় দুঃস্থদের সাধ্যমত পাশে দাঁড়ানো ‘উত্তরায়ণ’।
শিক্ষক মন্ডলী ও কিছু সজ্জন ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা এই সংস্থাটি পুরুলিয়া শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত চিতোড়া, ভাদসা ও বাঁশড়া সংলগ্ন প্রায় ৪৬ টি পাটকার বা চিত্রকর সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় পরিবারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তারা প্রতিবারের মতো চাল, আলু নয়, ওই পরিবারগুলির জন্য এবার তেল, সোয়াবিন, পেঁয়াজ, নুন, হলুদ সহ রান্নার বিভিন্ন সামগ্রী যেমন তুলে দেন, তেমনই পরিবারের শিশুদের জন্য মুড়ি, চকলেট, বিস্কুট, হরলিক্স, কেক দিলেন। খানিকটা অপ্রত্যাশিত ওই খাবার পেয়ে ‘উত্তরায়ণ’কে এক ঝিলিক খুশির হাসি উপহার দিল শিশুরা। পরিতৃপ্ত হয়ে এক ডালি প্রশান্তি নিয়ে বাড়ি ফিরলেন সংস্থার সদস্যরা।