আমাদের ভারত, ২৪ জানুয়ারি: উত্তরপ্রদেশের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আধ্যাত্মিকতা, জ্ঞান এবং শিক্ষার পবিত্র ভূমি উত্তরপ্রদেশের পরিবারের সকল সদস্যকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। গত সাত বছরে, রাজ্য একটি নতুন অগ্রগতির গল্প রচনা করেছে, যাতে রাজ্য সরকারের পাশাপাশি জনসাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমি আত্মবিশ্বাসী যে উন্নত ভারতের সমাধানের যাত্রায় উত্তরপ্রদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।”