আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ জানুয়ারি: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে শনিবার সকাল থেকে স্বাস্থ্য কর্মীদের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। শনিবার দুপুরে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে এসে করোনা ভ্যাকসিন নিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ১৬ জানুয়ারি প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত প্রথম সারির করোনা যোদ্ধাদের। মূলত বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের। তবে শনিবার দুপুরে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে এসে করোনা ভ্যাকসিন নেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। তিনি বলেন, “বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা ভ্যাকসিন সাধারন মানুষের জন্য উপকৃত হবে। মানুষ দীর্ঘদিন এই ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছে, অবশেষে ভ্যাকসিন যখন এসেছে, তখন ভালই হবে।”