সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ মে: সমাজ গড়ার কাজই শুধু নয়, সমাজে থাকা দুঃস্থদের সার্বিক ভাবে সহযোগিতা করে চলেছেন পুরুলিয়ার সংগঠিত শিক্ষকরা। নিজেদের সাধ্যমত আর্থিক ও শারীরিক শ্রম দিয়ে গ্রামে প্রান্তরে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। খবর পেলেই তাঁরা বিভিন্ন গ্রামে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন পরিবারগুলির হাতে। শনিবার সেই কাজ অব্যাহত রাখলেন অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বিশ্ব মহামারি করোনার কারণে তৈরি হওয়ার পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জনপদগুলিও। এই পরিস্থিতিতে ওই অসহায় মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক, সাবান, স্যানিটাইজার হাতে তুলে দিচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত লোয়াবেড়া, সিঁদরি আম, পড়াডি, লুবুজারা ও শালডি গ্রামের পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে তাদর পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালান তাঁরা। ওই জনপদগুলির ৮৪টি পরিবারের সদস্যদের হাতে ডাল, সরষের তেল, আলু, মুড়ি, সোয়াবিন, নুন, মাস্ক তুলে দেন তাঁরা। সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি জয়দীপ্ত চট্টরাজ জানান,’আমরা আগামী দিনেও অসহায় মানুষের সাধ্য মতো পাশে থাকব।’


