শিক্ষার নামে টাকা তুলে দেশবিরোধী কাজে ব্যবহার, মেধা পাটকারে বিরুদ্ধে এফ আই আর

আমাদের ভারত, ১১ জুলাই:
নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকারের বিরুদ্ধে অনুদানের টাকা আত্মসাৎ ও দেশবিরোধী কাজে তা ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হল। এবিভিপি সদস্য প্রীতম রাজ শনিবার মধ্যপ্রদেশের বারওয়ানি থানায় মেধার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

মামলাকারীর প্রীতম রাজের অভিযোগ, নবনির্মাণ নর্মদা অভিযান ট্রাস্ট যে অনুদান সংগ্রহ করেছিল তা দেশ বিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। আর ওই ট্রাস্টের অন্যতম সদস্য মেধা।অভিযোগকারীর দাবি, আদিবাসী শিশুদের শিক্ষার নাম করে ১৩ কোটি টাকা অনুদান নিয়ে সেটা আত্মসাৎ করেছেন মেধা সহ ১২জন। সংস্থার ট্রাস্টি বোর্ডের কাছে ২০০৭ থেকে ২০২২ এর মধ্যে গরিব আদিবাসীদের জন্য শিক্ষা বিস্তারের নামে সংগৃহীত অর্থের কোনও হিসেব নেই বলেও অভিযোগ করেছেন প্রীতম রাজ।

মেধা পাটেকর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, তার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি আরএসএসের ছাত্র সংগঠনের সদস্য। আসলে বিজেপি তাকে নিশানা করতে চাইছে। মেধা জানিয়েছেন, প্রত্যেকটি আর্থিক বিষয় নিয়ে তাদের কাছে অডিট রিপোর্ট রয়েছে। তারা দিল্লি উপ রাজ্যপালের বিরুদ্ধে মামলাতেও জিতেছেন কারণ তারা বিদেশ থেকে অনুদান গ্রহণ করেন না। তিনি বলেছেন, ভবিষ্যতে এসব প্রশ্নের জবাব দেবেন ও প্রমাণ পেশ করবেন।

মেধার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ নাম রয়েছে পারভিন রুমি জাহাঙ্গির, বিজয় চৌহান, কপিলাস অবশ্য, মোহন পাতিদার, আশিস মণ্ডল, সঞ্জয় যোশি সহ আরও ১২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *