Sukanta, Firhad, রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার! ফিরহাদের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে তোপ সুকান্তর

আমাদের ভারত, ২২ ডিসেম্বর: কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ের ধরা পড়েছে। আর এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফিরহাদের সংখ্যাগরিষ্ঠ মন্তব্যকে হাতিয়ার করেই তিনি তোপ দেগেছেন পুরমন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে।

সুকান্ত মজুমদার বলেন, যে রাজ্যে একজন মন্ত্রী বলেন আর কিছুদিন অপেক্ষা করলে ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। উর্দু ভাষা শিখতে হবে। সে রাজ্য থেকে তো জঙ্গি ধরা পড়বেই। শুধু তাই নয়, জঙ্গি‌ ধরা পরার ঘটনায় তিনি কাঠগড়ায় টেনে আনেন পুলিশ প্রশাসনকেও। তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, শুধু ফন্দি আঁটতে পারে। পুলিশ ভেরিফিকেশন নিয়ে সুকান্ত মজুমদার বলেন, টাকা দিলে এরাজ্যের পুলিশ সব করে দেয়। আলকায়দার জঙ্গিকেও ছাড় দিয়ে দেবে।

রবিবার জাভেদ মুন্সি নামে এক সন্দেহ ভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, পাক মদত পুষ্ট সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য সে। ক্যানিংয়ে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় সেই আত্মীয়কেও। কোন উদ্দেশ্যে জাভেদ বাংলায় এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স সীমানা রক্ষা করে। সবটা দেখার দায়িত্ব কেন্দ্রের। অমিত শাহকে বলব নিজেদের দায়িত্ব পালন করুন।

এর জবাবে সুকান্ত মজুমদার বলেন, ফিরহাদ হাকিমকে আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্ব তখনই নেবো যখন রাজ্য ফেন্সিং করার জন্য সমস্ত জমি দিয়ে দেবে। প্রায় দু’ বছর আগে অমিত শাহ এসে বিএসএফের ৭০ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত জমি পাইনি। এই জমিগুলো দিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব কেন্দ্র নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *