আমাদের ভারত, মালদা, ২৯ আগস্ট: ফের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
এর আগেও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যত্রতত্র পিপিই কিট পড়ে থাকা নিয়ে হইচই হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই ফের একই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে। যার ফলে যে কেউ আক্রান্ত হতে পারে। কিন্তু মেডিক্যাল কর্তৃপক্ষের কোনও ভ্রূক্ষেপ নেই। ব্যবহৃত পিপিই নিদিৃষ্ট স্থানে ফেলে পুড়িয়ে দেওয়া উচিত।
ঘটনা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইংরেজবাজার পৌরসভার বোর্ড অফ কাউন্সিল সদস্য দুলাল সরকার। তিনি বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল, যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, নির্দিষ্ট স্থানে ফেলে ডেস্ট্রয় করা হয়। এক্ষেত্রে কেন পড়ে রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
পুরো ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

