সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৩ আগস্ট: ব্যবহৃত পিপিই কিট রাস্তায় পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে। কিট থেকে সংক্ৰমণ ছড়াতে পারে এমনই আশঙ্কা এলাকাবাসীর। আজ সকাল থেকেই পুরুলিয়ার সাহেব বাঁধের কাছে ১ নম্বর ওয়ার্ডের রাস্তার একটি ঝোপের মধ্যে পিপিই কিট, মাস্ক, হ্যান্ড গ্লাভস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

কীভাবে এখানে পিপিই কিট এল তা এখনও জানা যায়নি। তবে, এই ধরণের পিপিই কিট করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীরাই ব্যবহার করেন। এই ধরণের ব্যবহৃত বিপজ্জনক কিট, যা থেকে সংক্ৰমণ ছড়াতে পারে যেখানে সেখানে ফেলায়। কিন্তু স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট স্থানে এই বর্জ্য ফেলেন। কিন্তু কীভাবে এই কিট রাস্তার ধারে পড়ে রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
এব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ফোনেও পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।


