চলতি বছরেই এসে যাবে করোনার প্রতিষেধক, ফের দাবি ট্রাম্পের

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৪ মে: চলতি বছরেই বিশ্ববাসীর হাতে করোনার প্রতিষেধক চলে আসবে। এমনই আশার বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এবছরের শেষেই আমাদের হাতে করোনা ভাইরাসের টিকা চলে আসবে।’ তবে তার আগে যদি অন্য কোনও দেশ টিকা আবিষ্কার করে ফেলে, তাহলে তিনি খুশি হবেন বলেই জানিয়ে বলেন, ‘যদি অন্য কোনও দেশ টিকা আবিষ্কার করে ফেলে, তাহলে আমি স্বাগত জানাব। আমার কোনও সমস্যা নেই। আমি শুধু চাই, এমন এক টিকা বের হোক, যা এই রোগ প্রতিরোধে কাজ করবে।”

উল্লেখ্য, সপ্তাহ দু’য়েক আগেই হু সরকারিভাবে জানিয়েছিল, করোনার টিকা তৈরি হতে আরও অন্তত ১২ মাস সময় লাগবে। এখনও মারক ভাইরাসের ওষুধ তৈরিতে আশানুরূপ অগ্রগতি হয়নি। তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনার প্রতিষেধক নিয়ে গবেষণায় অনেকটা এগিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়। ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামও দাবি করেছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই করোনার টিকা বাজারে চলে আসবে। কিন্তু আমেরিকার কোনও সংস্থা এখনও কোনও অগ্রগতির কথা শোনায়নি। ট্রাম্পের এই দাবি যদি সত্যি হয়, তাহলে স্বস্তির শ্বাস পাবে বিশ্ববাসী।

যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ট্রাম্প দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নোভেল করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের কাজ ইতিমধ্যে অনেকখানি এগিয়ে ফেলেছে। তবে শুধু ট্রাম্পই নন। চিন-সহ বিশ্বের অন্যান্য দেশও দাবি করেছে, নোভেল করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তবে ওই পর্যন্তই। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশই এই টিকা আবিষ্কার করতে পারেনি। তার মধ্যেই যাঁরা করোনার প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে দাবি করছেন, তাঁদের সেই দাবি মোটেও সর্বজনস্বীকৃত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *