করোনা সঙ্কটে পাঁশকুড়া বাজারে সবজি বেচছেন মার্কিন জাহাজ কর্মী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ মে: মার্কিন বাণিজ্য জাহাজ কার্নিভাল ক্রুজে কাজ করা পূর্ব মেদিনীপুরের বাহারপোতা গ্রামের কার্তিক মাইতি লকডাউনে আটকে গিয়ে পাঁশকুড়া বাজারে এখন সবজি বিক্রি করছেন। মার্কিন মুলুক থেকে ছুটি নিয়ে মাস খানেক আগে বাড়ি ফিরেছিলেন কার্তিক। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর বছর খানেক আগে কাজে যোগদান মার্কিন বাণিজ্য জাহাজ কার্নিভাল ক্রুজে।

বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ধারদেনা করে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। দশ মাস কাজ করার পর ছুটি নিয়ে গ্রামে ফিরে ধার দেনা মিটিয়েও দেন। এরপর মার্কিন মুলুক সহ গোটা দুনিয়ায় থাবা বসায় করোনা। এদিকে জমানো পয়সাও প্রায় শেষ। দেশজুড়ে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় কাজের কোনো সুযোগও নেই। অন্যদিকে বিশবাঁও জলে মার্কিন মুলুকে ফেরার সম্ভাবনা। তাই একপ্রকার বাধ্য হয়েই পাঁশকুড়া বাজারে সবজি বিক্রি করার কাজ করতে হচ্ছে তাকে।

কার্তিক বলেন, লকডাউনে বাবারও কাজ নেই আমিও কর্মহীন। তাই সংসার চালাতে আপাতত সবজি বিক্রি করা ছাড়া আর উপায় কি ?

2 thoughts on “করোনা সঙ্কটে পাঁশকুড়া বাজারে সবজি বেচছেন মার্কিন জাহাজ কর্মী

  1. Khokon Mia says:

    আমি ও সেইম ।কার্নিবাল ক্রোজে কাজ করতাম । ছুটিতে আসছিলাম ৩ মাসের । ফেরত যাওয়ার কোন অসংখ্য দেখছিনা । কর্মব্যস্ততার জন্য গাভী পালন করছি । প্রতিটি দিন ভীষন কষ্টে কাটে । কোন দিন ভাবিনী এ দিন দেখতে হবে । ছয় মাস ১২ দিন কাজ করার পর ছুটিতে আসছিলাম ৩ মাসের জন্য ।

  2. Khokan Bauna says:

    তোদের আর কাজ কি আর পি বাড়ানো ছাড়া, ইন্ডিয়ার তে কোটি কোটি কার্তিক আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *