Devdutta Maji, Singha Bahini, সিংহবাহিনীর নেতা দেবদত্ত মাজির হাত ধরে সনাতনে ফিরলেন উর্মিলা ওরফে খাদিজা

আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: বিপদের সময় হিন্দু দেবীর স্মরণাপন্ন হয়ে মুক্তির স্বাদ পেলেন খাদিজা। তাই আর দেরি না করে সিংহবাহিনী সংগঠনের নেতা দেবদত্ত মাজির হাত ধরে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন তিনি। সনাতনী হবার পর তার নতুন নাম উর্মিলা। দেবদত্ত মাজি উর্মিলার এই সনাতনী হবার অভিজ্ঞতা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন।

সনাতন ধর্ম গ্রহণ করার পর উর্মিলার উপলব্ধির কথা দেবদত্ত মাজি সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন। ধর্ম পরিবর্তন করে ইসলাম ছেড়ে হিন্দু হয়ে ওঠা উর্মিলা জানিয়েছেন, আগে তার নাম ছিলো খাদিজা বেগম। তার বাবার নাম শেখ মুজফফর এবং তার স্বামীর নাম ছিল আরবাজ মণ্ডল। তার বাবা এবং স্বামী উভয়েই ফলের ব্যবসা করে।

উর্মিলা জানায়, ছোটবেলায় সে স্কুলে গিয়ে পড়াশোনা করেছে। কিন্তু সমস্যা শুরু হয় যখন বিয়ের পর সে একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্ম দেয়। তখন থেকে তার মা, বাবা, ভাই, স্বামী এবং তার পুরো পরিবার, শ্বশুরবাড়ির লোকজন তাকে নোংরা ভাষায় নানা কু- কথা বলে এবং শারীরিক নির্যাতন করতে শুরু করে।

উর্মিলা জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য সে বার বার আল্লাহকে ডেকেও কোনো ফল পায়নি। এরপর সে ভগবান শ্রী কৃষ্ণ এবং মা কালী-র প্রার্থনা করতে শুরু করে। উর্মিলার বিশ্বাস তারা তাকে আলোর পথ দেখিয়েছেন।

সে জানিয়েছে, এখন সে একজন হিন্দু এবং একজন সনাতনী হিন্দুকে বিয়ে করেছে। মা কালী-র আশীর্বাদে সে ভালো আছে। আর এই পুরো পদক্ষেপ গ্রহণের জন্য সে দেবদত্ত মাজির কাছ থেকে সব ধরনের সাহায্য পেয়েছে।

একই সঙ্গে উর্মিলা সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করে বলেছে, সে অন্ধকার নরক থেকে বেরিয়ে সনাতনের আলোকিত জগতে প্রবেশ করেছে। হিন্দু ধর্ম গ্রহণ করে সে সুন্দর করে জীবনে বাঁচতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *