আমাদের ভারত, ৮ মে :তাঁর রাজ্যে একজন পরিযায়ী শ্রমিকও যেন হেঁটে বাড়ি না ফেরেন। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন দিল্লি নয়ডা, গুরগাঁও থেকে যদি কোন পরিযায়ী শ্রমিক হেঁটে উত্তরপ্রদেশের বাড়ি ফেরার চেষ্টা করেন তাদের রাস্তাতেই যেন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনার বিষয়টি প্রশাসনিক স্তরে নিশ্চিত করতে কড়া নির্দেশ দেন যোগী।
আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই লখনৌ থেকে ৫১৪ কিলোমিটার দূরে বুলন্দশহরের কাছে ১৭২ জন পরিশ্রমিককে আটকে দেয় পুলিশ। তারা সকলেই হেঁটে উত্তরপ্রদেশে ফিরছিলেন।
যোগীর রাজ্যে প্রচুর শ্রমিক দিল্লি, হরিয়ানা, রাজস্থানে কাজ করতে চলে গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন শ্রমিক হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেছেন। ফিরোজাবাদের কাছেও কয়েকজনকে আটকে দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল দেশ। লক ডাউনের পর বাড়ি ফিরতে চেয়ে ঔরঙ্গাবাদে ১৪ জন পরিযায়ী শ্রমিক হেঁটে ক্লান্ত হয়ে রেললাইনের ওপরছই রাতে শুয়ে পড়েছিলেন। ভোররাতে একটি মালগাড়ি তাদের পিষে দেয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।