শিলদায় নীলাম্বর পিতাম্বরের মূর্তি উন্মোচন

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুলাই: শুক্রবার শিলদা অঞ্চলের মুচিবাঁধ গ্রামে বিপ্লবী নীলাম্বর ও পিতাম্বরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হয়েছে। খাড়োয়ার সমাজ বিকাশ সংঘের ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে মুচিবাঁধ গ্রামে ৫ নম্বর রাজ্য সড়কের পাশে মূর্তি দুটি স্থাপন করা হয়। বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা মূর্তি উন্মোচন করেন। পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান সংঘের জাতীয় কমিটির সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংঘের সভাপতি ও অন্যান্যরা সিধহো। কানহোর পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া ছোটনাগপুরের খাড়োয়ার সমাজের দুই ভাই নীলাম্বর ও পীতাম্বরের স্বাধীনতা সংগ্রামে অবদান বিষয়ে আলোকপাত করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপুর দু’নম্বর ব্লকের সভাপতি রাহেলা হাঁসদা ও শিলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা বেজ। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে খাড়োয়ার সমাজের পুরুষ ও মহিলারা নাচ গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *