250 years, kolkata GPO, কলকাতা জিপিও-র ২৫০ বছর উপলক্ষে বিশেষ প্রতীকের উন্মোচন

আমাদের ভারত, কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: কলকাতা জিপিও-র ২৫০ বছর উপলক্ষে মঙ্গলবার বিশেষ প্রতীকের (লোগো) উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার।

এই উপলক্ষে এদিন কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জিপিও-র গুরুত্বের কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন জি এম, (পোস্টাল অ্যাকাউন্টস্ ও ফিন্যান্স) আর কে সিং এবং ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কলের পাঁচ জন পি এম জি অখিলেশ কুমার পান্ডে, শশী সালিনী কুজুর, সঞ্জীব রঞ্জন, অরভিন্দ ভার্মা ও সুপ্রিয় ঘোষ।

সি পি এম জি জানান, এই প্রতীকের মধ্যে আছে কলকাতা জিপিও বিল্ডিং-এর এবং হাওড়া ব্রিজের ছবি। এর দ্বারা প্রতিফলিত হচ্ছে ডাকবিভাগের সাথে আমজনতার মেলবন্ধন ও সুষ্ঠু ডাক পরিষেবা। এছাড়া জিপিও কলকাতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে একটা পিকচার পোস্ট কার্ডও এদিন উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *