জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট:
শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি গতবছর লকডাউনের সময় পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল, ঠিক সেই সময় পথদুর্ঘটনায় তার একটি পা ভেঙ্গে যায়। তারপর সে আর হাঁটতে পারেননি বলে তখন থেকেই নারায়ণগড় এলাকার বাইপাস সংলগ্ন ৬০নম্বর জাতীয় সড়কের কাছে আশ্রয় নেয়। দীর্ঘদিন কেটে যাওয়ার পর এলাকার কিছু ব্যক্তির ওর জন্য একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে দেয়। সেখানেই দিন কাটছিল তার। শনিবার সকালে হঠাৎই তার মৃত্যু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ওই ব্যক্তির সঠিক কোনও পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।