আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে: মেদিনীপুর শহরে এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মেদিনীপুর পৌর এলাকার ষোল নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীর বাড়ি থেকে সকালে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃতের পারিবার সূত্রে জানাগেছে, মৃত ছাত্রের নাম দেবদীপ মেট্যা (২০)। সে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। লকডাউনের আগে সে বাড়িতে ফিরেছিল।
গতকাল রাত ১oটা নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অন্যান্য দিনের মতো দেবদীপের বাবা রাত ১১টা নাগাদ খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। এরপর জানালা দিয়ে দেবদীপকে তার ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত ঘোষনা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।