BJP, Bankura, বিহারের নির্বাচনে অভূতপূর্ব সাফল্য, বাঁকুড়ায় বিজেপির বিজয় মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ নভেম্বর: বিহারে বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যে আনন্দে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা।

বেলা বাড়ার সাথে সাথে বিজেপি নেতৃত্বাধীন জোটের ব্যাপক জয়ের খবর আসতে থাকে। সাথে সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের রথতলায় বিজেপি কার্যালয়ে ভিড়ও বাড়তে থাকে। দলীয় কার্যালয়ে উপস্থিত জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিধায়ক নিলাদ্রী দানা, পুর কাউন্সিলার অনন্যা রায় সহ কার্যকতারা সমবেত কর্মীদের মিষ্টি মুখ করান। তারপরই বাজনা, তাসা পার্টি নিয়ে বিজয় মিছিল শুরু হয়। আনন্দ প্রকাশ করতে বিজেপি কর্মীরা পরস্পরকে আবিরে রাঙিয়ে তোলে, চলে বাজি পটকা।

মিছিল বীরসাভারকর সরণীর রানীগঞ্জ মোড়ে বীর সাভারকরের মূর্তির পাদদেশে শেষ হয়। ২৪শে কলিঙ্গ, ২৫শে অঙ্গ, ২৬শে বঙ্গ বলে মন্তব্য করেন এক বিজেপি কর্মকর্তা। দেশে সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় বিহারের জনগণ বিজেপি নেতৃত্বাধীন জোটকে আশীর্বাদ করেছেন বলে বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *