নজির বিহীন! পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের দায়িত্বে জেলা শাসক খোরশেদ আলী কাদরী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নয়, এবার চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন জেলা শাসক। বুধবার দুপুরে রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারির পক্ষ থেকে এক নোটিফিকেশন পৌঁছেছে জেলায়। যেখানে উল্লেখ করা হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হল জেলাশাসক খোরশেদ আলী কাদরী’কে। তবে পাশাপাশি নিজের দায়িত্ব পালন করবেন ডিআই প্রাণতোষ মাইতি।

উল্লেখ্য, গত প্রায় সাত মাস আগে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল কৃষ্ণেন্দু বিশুইকে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিকের শেষ চেয়ারম্যান ছিলেন তিনিই৷ তারপর থেকে চেয়ারম্যান ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাথমিকের ডিআই। অবশেষে বুধবার এক নোটিফিকেশনে জেলাশাসককে বসানো হলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাথায়। নিয়োগ দুর্নীতি পরিস্থিতির মাঝে কোনোরকম নতুন চেয়ারম্যান এই মুহূর্তে থাকছে না পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদে। সেই স্থানে প্রাশাসনিক কর্তা অর্থাৎ জেলা শাসক থাকবেন দায়িত্বে৷ যা ইতিপূর্বে কখনোই হয়নি। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই নিয়ম বলবত করেছে সম্প্রতি রাজ্য সরকার।‌

আজ জেলা শাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা তৃণমূল নেতা মহঃ রফিক, কেশপুর ব্লকের দুই সহ সভাপতি শ্যামল আচার্য এবং জাহাঙ্গীর খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *