অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ জুন: ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঝাড়গ্রাম জেলার দিশা কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঝাড়গ্রাম জেলার ৭৯ টি গ্রাম পঞ্চায়েতে একটি করে মোট ৭৯ অবৈতনিক কোচিং সেন্টার চালু শুরু হল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের প্রণবানন্দ বিদ্যামন্দিরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকেই জেলার সবকটি কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরজিৎ সিনহা।
ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বলেন, ঝাড়গ্রাম জেলার গ্রামীণ এলাকায় বিভিন্ন স্কুলে যাদের প্রাইভেট টিউশন নেওয়ার ক্ষমতা নেই মূলত তাদের জন্য এই অবৈতনিক কোচিং সেন্টার চালু করা হয়েছে। এদিন জেলায় ২২৩১ জনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হল। প্রতি সপ্তাহের শনিবার সকাল সাড়ে ছ’টা থেকে ন’টা পর্যন্ত কোচিং সেন্টারে পড়ানো হবে। পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ২৪০ জন পুলিশ কর্মীকে, যারা ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াবেন। তিনি আরো বলেন, যেসব পুলিশ কর্মীদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই ওই সেন্টারগুলোতে মূলত পড়াবেন।
জঙ্গলমহলে জনসংযোগ কর্মসূচির আগে যুবক-যুবতীদের সেনাবাহিনীতে চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেকার যুবকদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য জেলার গ্রামীণ এলাকাজুড়ে কোচিং সেন্টার চালু করা হল। ঝাড়গ্রাম জেলাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই কারণে এই কর্মসূচির নাম রাখা হয়েছে দিশা কোচিং সেন্টার। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রীরা।