স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ডিসেম্বর: নদিয়ার কল্যাণী থানার চর জাজিরা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম মঙ্গল চৌধুরী (২৭)। মঙ্গলবার রাতে তারই
বাড়ির কিছুটা দূরে স্থানীয়রা মঙ্গল চৌধুরীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। পরে কল্যানী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রের খবর, পেশায় সেন্টারিংয়ের মিস্ত্রি মঙ্গল মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধুর বাইক নিয়ে বেরিয়েছিল। এরপর রাতে কয়েকজন যুবক এসে তার বাড়িতে খবর দেয় যে রক্তাক্ত অবস্থায় বাইকের পাশে পড়ে আছে মঙ্গল। প্রাথমিক তদন্তে পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা বলে মনে করলেও মৃতের পরিবারের অভিযোগ, যে ভাবে মুখে আঘাতের চিহ্ন রয়েছে,তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্ঘটনা নয়, মারধর করে খুন করা হয়েছে তাকে। এই নিয়ে বুধবার সকালে কল্যাণী থানায় বিক্ষোভও দেখায় মঙ্গলের পরি বার। বিষয়টি খুন না দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।