স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ নভেম্বর: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। মৃত যুবকের নাম রহিম শেখ।
সূত্রের খবর, শান্তিপুর থানার গোবিন্দপুরের বাসিন্দা পেশায় চাষি রহিম শেখ মঙ্গলবার দুপুরে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। অভিযোগ, রাত পর্যন্ত বাড়ি না ফেরায় রহিম শেখের খোঁজ শুরু করে তার পরিবার। খুঁজতে খুঁজতে পরে বাড়ির কাছে জমিতে একটি গাছের নিচে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহিমকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ জানতে রহিমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।