স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ এপ্রিল:
সদ্য বিবাহিত অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের সারাগড় জোলপাড়ায়। মৃত গৃহবধূর নাম পপি রায়(১৮)। শান্তিপুরের বাসিন্দা ওই গৃহবধূর মাত্র ৬ মাস আগে বিয়ে হয়েছিল।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় পপি রায়ের বাপের বাড়ির লোক খবর পায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাদের মেয়ে। কিন্তু মেয়ের বাড়ির লোকজনের অভিযোগ, তাদের মেয়ে ৩ মাসের অন্তঃসত্বা ছিল। তাই সে কেন আত্মহত্যা করবে? অত্যাচার করে তাকে মেরে ফেলেছে শ্বশুর বাড়ির লোকজন। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়ির বাইরে যেতে দিত না। বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখাতেও তাদের আপত্তি ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।