আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১ অক্টোবর:
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম কৃষ্ণা গাঙ্গুলি(৩৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার ফরতাবাদ এলাকায়। এই ঘটনায় মৃতার স্বামী খোকন গাঙ্গুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন ভোরবেলায় স্বামীর সাথে দোকানে গিয়ে কাজ করেন কৃষ্ণা। তারপর বাড়ি ফিরে আসেন তিনি। এদিন সকালেও স্বামীর সাথে দোকানে গিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে আসেন। পরে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কৃষ্ণার বাপের বাড়ির লোকেরা নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও খোকনের দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী।