আমাদের ভারত, হাওড়া, ২২ ডিসেম্বর: বাঁকড়ার উত্তর খাঁ পাড়ায় ঘরের মধ্যে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত যুবকের নাম সুনীল বাকুলি (৩৮)। মৃত যুবকের মাথার পিছনে গভীর ক্ষত আছে দেখে পুলিশের সন্দেহ তাকে খুন করা হয়েছে। ঘটনায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ যুবকের সঙ্গী বাবলি পাসোয়ান নামে এক বৃহন্নলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
জানাগেছে, উদয়নারায়ণপুরের উত্তর মানশ্রী গ্রামের বাসিন্দা সুনীল বছর ৪ আগে কর্মসূত্রে বাঁকড়ায় চলে আসে। সেখানেই তার সাথে পরিচয় হয় বৃহন্নলা বাবলি পাসোয়ানের। বাবলির সাথে সুনীলের পরিচয় শেষে প্রেমের সম্পর্কে মোড় নেয়। অভিযোগ এই সময় থেকে সুনীল বাড়ি না গিয়ে বাবলিকে নিয়ে বাকরায় ঘর ভাড়া করে থাকতে শুরু করে। কয়েক জায়গায় থাকার পর মাস ৪ আগে সুনীল ও বাবলি বাঁকড়া উত্তর খাঁ পাড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বাবলি চিৎকার করে বলে সুনীলকে কেউ খুন করে পালিয়েছে। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ সুনীলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রশাসন সূত্রে খবর, বাবলি দাবি করেছে কাজের জন্য ২ দিন বাইরে থাকার পর শনিবার রাতে বাড়ি ফিরে সুনীলকে মৃত অবস্থায় দেখতে পায়। যদিও প্রশাসন সূত্রে খবর বাবলির কথায় কিছু অসঙ্গতি ধরা পড়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গত উদয়নারায়ণপুরের গ্রামের বাড়িতে সুনীলের স্ত্রী ছেলে মেয়ে বাবা ও মা আছে।