আনলক ফোরে খুলছে স্কুল! কন্টেইনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুল যেতে পারবে ২১ সেপ্টেম্বর থেকে

আমাদের ভারত, ২৯ আগস্ট: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ তথা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শনিবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে ২১ সেপ্টেম্বর থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।

লকডাউনের পর আনলক প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে দেশজুড়ে। এবার শুরু হবে আনলক ফোর। শনিবার তারই বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন গাইডলাইন প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত নয়।

২১ সেপ্টেম্বর থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে শিক্ষা ক্ষেত্রে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল করা হবে। গাইডলাইন অনুযায়ী নিয়ম গুলি হল, শিক্ষকও শিক্ষাকর্মীরা ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন। অনলাইন টিচিং এবং টেলিকাউন্সেলিং-এর জন্য তাদের স্কুলে যেতে অনুমতি দেওয়া হল। তবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের ৫০ শতাংশের বেশি একসঙ্গে স্কুলে থাকতে পারবেন না। কনটেইনমেন্ট জোনের বাইরে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারবে।

তবে তা বাধ্যতামূলক নয়। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছে লিখিত অনুমতি নিয়েই তারা স্কুলে যেতে পারবে। অর্থাৎ এই বিষয়টি একেবারেই ঐচ্ছিক। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি থেকে পরিষ্কার যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্যেও পুরোদমে স্কুল চলবে না। তবে যারা চাইবে তারা শিক্ষকদের কাছে পড়ার জন্য স্কুলে যেতে পারবে।

কন্টেইনমেন্ট জোনের বাইরে যেসব স্কুল কলেজ খুলবে তাদের কিছু বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঘোষণা করবে। এই নিয়ম শিক্ষা প্রতিষ্ঠানগুলি মেনে চলছে কিনা তা নজরদারি চালাবে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন।

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে পিএইচডি, পোস্ট গ্রাজুয়েশের ক্লাস হতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র। গবেষণার জন্য ল্যাবোটেরিও ব্যবহার করতে পারে। তবে সবটাই করতে হবে কোভিড বিধি মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *