স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ এপ্রিল:
লকডাউনে নির্জনতার সুযোগ নিয়ে এক মহিলাকে খুন করল দুষ্কৃতিরা। বৃহস্পতিবার রাতে নদিয়ার মন্দিরতলা এলাকায় রাস্তার পাশে মাঠের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ। করোনা আতঙ্কে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় এক ব্যক্তি ওই মহিলার দেহ দেখতে পায়। মহিলার খুনের কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত মন্দিরতলা এলাকায় ভালুকা কানাইনগর রোডের পাশের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালি থানা ও নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্থানীয় বিষ্ণুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খুব কাছ থেকে ওই মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। মৃত ওই মহিলার নাম পরিচয় জানার পাশাপাশি কি কারণে এই খুন তা জানতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।