স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ডিসেম্বর: রেল লাইন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদীয়ার ধানতলায়। সূত্রের খবর, সোমবার দুপুরে ধানতলা থানার হিজুলি এলাকায় রেল লাইনের থেকে কিছুটা দূরে ঝোপের ভিতর এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পরে রানাঘাট জিআরপি ও ধানতলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও ওই মৃত যুবকের কোনোও পরিচয় জানতে পারেনি পুলিশ। মৃত যুবক ট্রেন থেকে পড়ে গেছে না তাকে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।