সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ আগস্ট: ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাঁশঘাটা এলাকায়। দেহটি ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁশঘাটা বিওপির আধিকারিক ও বাগদা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের দুষ্কৃতীরা খুন করে দেহ কাঁটা তারের মধ্যে ফেলে ফের বাংলাদেশে পালিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের মধ্যে চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় কাঁটাতারের মধ্যে একটি দেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়ানের আধিকারিকরা। বিএসএফের পক্ষ থেকে কোনও গুলি চালানোর হয়নি বলে আধিকারিক জানিয়েছেন। ঘটনাস্থলে পৌছায় বাগদা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তি বাংলাদেশী এবং বাংলাদেশ থেকে মেরে ভারতীয় জমিতে মৃতদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।


