পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেরা যুব ভারত, পশ্চিম মেদিনীপুর-এর উদ্যোগে আজ মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “ইউনিটি মার্চ” কর্মসূচি। সকালেই কলেজ মাঠের সামনে থেকে এই পদযাত্রার সূচনা হয়, যেখানে শহরজুড়ে দেশাত্মবোধের আবহ ছড়িয়ে পড়ে।

এই মার্চে অংশ নেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ জেলার বিশিষ্ট সমাজসেবী ও ব্যক্তিত্বরা। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় সামিল হন। সকলের উপস্থিতিতে শহরজুড়ে তৈরি হয় একতা ও ভ্রাতৃত্বের বার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মাই ভারত”–এর জেলা যুব আধিকারিক স্বাতী রায়। তিনি যুবসমাজকে ঐক্য, দেশভক্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে উদ্বুদ্ধ করেন। তাঁর বক্তব্যে যুবসমাজের মধ্যে নতুন উদ্যম ও দায়িত্ববোধ জাগ্রত হয়।
সামগ্রিকভাবে, সর্দার প্যাটেলের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে মেদিনীপুরে অনুষ্ঠিত এই ইউনিটি মার্চ এক অনন্য সামাজিক মিলনক্ষেত্রে পরিণত হয়।

