পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: খড়্গপুর শহরে আজ অনুষ্ঠিত হলো মেরা যুব ভারত, পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আয়োজিত ‘ইউনিটি মার্চ’ কর্মসূচি। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষকে সামনে রেখে আয়োজিত এই পদযাত্রা শুরু হয় খড়িদা পুলিশ ফাঁড়ির সামনে থেকে। প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রাটি শেষ হয় খড়্গপুর লোকাল থানার সামনে।

এই পদযাত্রায় অংশ নেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু সাধারণ মানুষও এই উদ্যোগে শামিল হন, যা পুরো অনুষ্ঠানে দেশপ্রেমের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন My Bharat-এর জেলা যুব আধিকারিক স্বাতী রায়। তিনি যুবসমাজকে উৎসাহিত করে জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পুরো শহরজুড়ে দেশাত্মবোধের আবেগ ছড়িয়ে পড়ে আজকের এই ‘ইউনিটি মার্চ’-এ।

