সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জানুয়ারি: জমি জটের জন্য আটকে থাকা ছাতনা- মুকুটমণিপুর রেলপথের প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি জানান, আগামীকাল চলতি অর্থবর্ষের বাজেট অধিবেশন। এই বাজেটে প্রস্তাবিত ছাতনা- মুকুটমণিপুর রেলপথের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে রেল দপ্তরের হাতে তুলে দেওয়া হলে এই বাজেটে রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কাজ সম্পূর্ণ সম্ভব হবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানান।
উল্লেখ্য, ছাতনা- মুকুটমণিপুর রেলপথের দাবি দীর্ঘদিনের।এই রেলপথ চালু হলে একদিকে যেমন পর্যটন ক্ষেত্র মুকুটমণিপুর ও ছাতনায় চন্ডীদাস- এর বাসস্থান, মা বাসুলীর মন্দির ও শুশুনিয়া পাহাড়ে আসা পর্যটকদের যাতায়াতের সুবিধা হবে। অপরদিকে ছাতনা, ঝাটিপাহাড়ি সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের সুবিধা হবে।যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।
এলাকার মানুষের দাবি মেনে ২০০৫-০৬ অর্থবর্ষে এই প্রকল্প অনুমোদিত হয় এবং ৪৮কিমি এই রেলপথ নির্মাণের জন্য ৮৫.৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই রেলপথের জন্য রেল মন্ত্রক ৮০০.৪৫ একর জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেয়।কিন্তু এখনো পর্যন্ত ৫১৭ একর জমি অধিগ্রহণ হয়েছে।বাকি জমি অধিগৃহীত না হওয়ায় কাজ বন্ধ হয়ে আছে।জমি অধিগ্রহণের বিষয়ে রাজ্য সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ ওঠে।
সুভাষবাবু জানান, ইতিপূর্বে জমি অধিগ্রহণের জন্য লিখিত ভাবে চিঠি দিলেও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কোনও উত্তর মেলেনি। ফের তাকে এ বিষয়ে অনুরোধ করেছি যতশীঘ্র সম্ভব রেলপথ নির্মাণের জন্য বরাদ্দ জমি রেল দপ্তরের হাতে তুলে দেওয়ার। এই কাজ হয়ে গেলেই রেলপথ নির্মাণের কাজ চালু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

