Sukanta, BJP, নীলাঞ্জনের অস্বচ্ছলতা যাতে পড়ার বাধা না হয়, উদ্যোগী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত

আমাদের ভারত, ৬ জুলাই: অর্থনৈতিক অসচ্ছলতা যাতে নীলাঞ্জন মণ্ডলের পড়ার বাধা না হয়ে দাঁড়ায়, সে কারণে আইআইটি রুরকির সঙ্গে যোগাযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজূমদার।

দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন বিধানসভা এলাকার ডাঙ্গা অঞ্চলের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের প্রতিভাবান ছাত্র নীলাঞ্জন মণ্ডল এবারের সর্বভারতীয় IIT-JAM পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ১২৬ র‍্যাঙ্ক লাভ করেছে। এই গৌরবজনক সাফল্যের ফলস্বরূপ, সে সুযোগ পেয়েছে আইআইটি রুরকি-তে উচ্চতর শিক্ষা গ্রহণের।

এ কথা জানিয়ে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এক্স স্যান্ডলে জানিয়েছেন, “তবে অর্থনৈতিক অসচ্ছলতা তার পরিবারের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি জানতে পারার পর আমি IIT-রুরকী কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করি, যাতে নীলাঞ্জনের উচ্চশিক্ষার পথে আর কোনও আর্থিক প্রতিবন্ধকতা না থাকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমার আন্তরিক কামনা, ভবিষ্যতে নীলাঞ্জন আরও উচ্চশিক্ষা ও কৃতিত্বের শিখরে পৌঁছাক, এবং সারা দেশের সামনে দক্ষিণ দিনাজপুর জেলার নাম গর্বের সঙ্গে তুলে ধরুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *