আমাদের ভারত, ২৩ আগস্ট: জাতীয় মহাকাশ দিবসে এক্স হ্যান্ডলে বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
শনিবার তিনি লিখেছেন, “চন্দ্রযান-৩ থেকে অ্যাক্সিওম-৪ পর্যন্ত, নক্ষত্রদের মধ্যে ভারতের যাত্রা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। এই জাতীয় মহাকাশ দিবসে, আমরা ভারতের অসাধারণ যাত্রা উদযাপন করছি — আর্যভট্ট থেকে গগণযান পর্যন্ত।
গর্বের সাথে, আমরা আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায়ের চেতনাকে অভিবাদন জানাই, যাঁদের জ্ঞানের সাধনা মানবতার দিগন্তকে প্রসারিত করছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী-র নেতৃত্বে মহাকাশ ক্ষেত্রে দূরদর্শী সংস্কারের দ্বারা পরিচালিত, নতুন ভারত কৌতূহল এবং উদ্ভাবনের একটি নতুন যুগের সাক্ষী হচ্ছে। এই যুগ স্বপ্ন জাগানো, আবিষ্কারকে রূপ দেওয়া এবং মহাকাশ অনুসন্ধানকে একটি সত্যিকারের জাতীয় মিশনে রূপান্তর করার।”