Sukanta, BJP, উপনির্বাচনে ভালো ফল করবে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ১৬ জুন: রাজ্যের চারটে বিধানসভা আসনেই ভালো ফল করবে বিজেপি। শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরে এমন প্রত্যাশার সুরই শোনা গেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। লোকসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল না হলেও আগামী মাসে রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন, সেখানে ভালো ফল করবেন বলেই দাবি করেছেন দেশের নয়া শিক্ষা প্রতিমন্ত্রী।

লোকসভা নির্বাচনে আসন কমছে বিজেপির। ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, মাত্র ১২টি আসন পেয়েছে পদ্ম শিবির। কিন্তু তাতে কোনোভাবেই হতাশা নয়, বরং চারটে বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রাজ্যে ফিরেই বঙ্গ বিজেপি সভাপতির গলায় সেই আত্মপ্রত্যয়ী সুর শোনা গেল।

রবিবার ছুটির দিন সকালে তিনি কলকাতার জোড়াসাঁকোতে যান। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর যান কলেজস্ট্রিটে। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। সুকান্ত মজুমদার বলেন, শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছি তাই বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা পুরোধাদের শ্রদ্ধা জানাবো না, সেটা কখনোই হতে পারে না। তিনি জানান, এরপর সময় সুযোগ পেলেই তিনি ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত স্থানগুলিতে যাবেন। কারণ ভারতবর্ষের নারী শিক্ষায় তাঁর অবদান অনেকখানি।

সুকান্ত মজুমদার জানান, কয়েক দিনের মধ্যে বিধানসভা উপনির্বাচনে চারটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। কিন্তু এবার কি এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, বাংলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ কি হয়েছে? তৃণমূল কংগ্রেস কি ভোট করাতে দেয়? খোঁচা দিয়েছেন তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন সোনার পাথর বাটি। আর এটাই তো অবাক কান্ড।”

কেন্দ্রের নয়া শিক্ষা নীতি নিয়ে আরো একবার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, কংগ্রেস আমলে তৈরি শিক্ষা নীতিতে ঘুন ধরে গেছে। নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে, তাকে ইমপ্লিমেন্ট করার কাজ চলছে।

এরপর বিজেপির রাজ্য সভাপতি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং সহ বিভিন্ন এলাকায় তৃণমূল দুষ্কৃতী বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যুতে এই জেলায় গণতন্ত্র নেই বলে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাবেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *