আমাদের ভারত, আমাদের ভারত, ২৪ আগস্ট: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য জন বার্লার দাবিকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। তাই জনগণের আবেগকে সম্মান জানানো তাঁর কর্তব্য। এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরীতে যা বরাদ্দ হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয় না। দীর্ঘদীন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য জনগণের দাবিকে সমর্থন করেন তিনি।মালদায় শহিদ সন্মান যাত্রায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী নিশিথ প্রামানিক।
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা প্রসঙ্গে তিনি বলেন, দেখুন ব্যক্তিগত মতামত কেউ দিতেই পারে। আমরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। জনগণ আমাদের নির্বাচিত করেছে। তাই ভোটে জিতে আমরা জনপ্রতিনিধি হতে পেরেছি। আমি মনে করি গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। আপনারা বলছেন কেউ কেউ বলছে, আমার প্রশ্ন এই কথা উঠছে কেন। আমরা সবাই ভেবে দেখেছি কলকাতার একটা ফ্লাইওভারের যা বাজেট থাকে, পুরো উত্তরবঙ্গ উন্নয়নের জন্য সেই বাজেট থাকে না। সেখান থেকে কোথাও একটা প্রশ্ন থেকেই যায়। উন্নয়নের দিক থেকে যদি আমাকে প্রশ্ন করেন। উত্তরবঙ্গ উন্নয়নের যে কথা ছিল। সেটা করা হয়নি। স্বাভাবিক ভাবেই জনগণের আবেগের বিপক্ষে আমরা থাকবো না।

